‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ বীরভূমে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের
গৃহযুদ্ধ
যুদ্ধ চলছে যুদ্ধ
আক্রান্ত আবাল বৃদ্ধ
না এদেশ-ওদেশ এর যুদ্ধ নয়
গ্রামে গ্রামে ছায়াযুদ্ধের চেহারা
গ্রামবাসীদের চলছে পাহারা।
সকাল থেকে রাত
চিন্তায় চিন্তায় কুপোকাত
রান্না বন্ধ, শিক্ষা বন্ধ
বন্ধ হাট-বাজার
আক্রান্তের ভয়ে, ভয়ে উজাড়।
কখন আসবে কালো মুখোশধারী
সাথে পুলিশবাবুদের খবরদারি
সম্মুখে বিপদের হাতছানি
বোমা-গুলি বারুদের গন্ধখানি
রাজনীতির রঙ-এর করুণ কাহিনি।
তারা এলেন, তানারা গেলেন
মা-বোনেদের ইজ্জত কেড়ে নিলেন
ডাকাতির থেকেও বড় লুঠপাট সেরে
সঞ্চিত ধন সব নিয়ে গেল কেড়ে
জীবন্ত-যমালয় আছে গ্রাম ঘিরে।
উড়িয়ে দিলো অত্যাচারের পতাকা
এটাই গ্রাম দখলের রূপরেখা,
গ্রামবাসীদের গ্রাম থেকে তাড়িয়ে
বহিরাগতরা মাংস রাঁধছে লুঠের টাকা দিয়ে
গৃহবাসী হলো গৃহহারা, ঘুরছে হন্যে হয়ে।
গ্রাম থেকে গ্রাম দখলের গৃহযুদ্ধ
গৃহহারারা সবাই হত-দরিদ্র
পরনের জামাটাও কেড়ে নিয়েছে সদ্য
গোলা-ভরা ধান তাকিয়ে থাকে একা
ধনে-মানে সর্বহারারা নেই যে তাদের দেখা।
একদিন যারা বলেছিলো সর্বহারা
আজ তাদের নূতন অস্ত্র সর্বহারাদের মারা।
চিতাভস্মও ডুকরে উঠে ক্রন্দনে
ছিলো না এতো ভবিষ্যৎ-ভাববন্ধনে
ধিক্কার লুঠেরা, ধিক্কারিত ধিক্কার গগনে।।