প্রতিবেদন : বীরভূমের মাটি থেকে ফের বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, বাংলায় বৃষ্টির জলে বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলা ভেসে যায়। আমাদের না জানিয়ে জল ছেড়ে প্রতিবছর ডিভিসির ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হয়। এটা ম্যান মেড বন্যা। এই ডিভিসি থাকার কী দরকার! আমরা চাই না মানুষ মারা কোনও সংস্থাকে।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সংযোজন, ডিভিসি থেকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার পদত্যানগ করেছেন। সচিব শান্তনু বোস পদত্যানগ করেছেন। আমরা চাইনা এমন সংস্থা যারা জল ছেড়ে মানুষ মারে। ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা থেকে তো সব সরিয়ে নিয়েছে। পাওয়ার ডিরেক্টর নেই। কলকাতায় একটা বিল্ডিং থাকবে। আর কলকাতার কথা শুনবে না? বাংলার লোক মারবে? মানুষ আগে না, একটা কাঠামো আগে? এখানে যারা থাকে তারা আরাম কেদায়রায় বসে থাকে। জল ছাড়ে জলশক্তি মন্ত্রক। ডিভিসি তৈরি হয়েছিল বন্যাথ থেকে মানুষ বাঁচাতে। চার লক্ষ কিউসেক জল রাখতে পারে। কিন্তু সব জল ছেড়ে দিচ্ছে। তিনতলা সমান জল। কুড়ি বছর ধরে ড্রেজিং করে না। ফরাক্কায় ড্রেজিং করে না। মানুষকে জলে ডুবিয়ে মারে। বাংলাকে তো পাহাড় বানাতে পারি না। দার্জিলিংও ভুটান আর নেপালের জলে ডোবে।
আরও পড়ুন- বিজেপির রাজ্যে ওষুধে ট্যালকম পাউডার! মুনাফার কোটি কোটি টাকা হাওলার মাধ্যমে সাবাড়