প্রতিবেদন : আরজিকরের ঘটনায় ন্যয়বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছিল নাটক বলে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্যি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার পূর্ব বর্ধমানে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি নিয়ে তিনি বলেন, এত নাটক করে কী লাভ হল? যাঁরা বদলি হলেন, তাঁরা সবাই প্রোমোশন পেলেন। অহেতুক মানুষ দেড় মাস কষ্ট করলেন। কোনও পরিবর্তন হল কি? বিজেপির ট্রেনি রাজ্যা সভাপতি কিংবা বিরোধী দলনেতা গদ্দার অধিকারী সমর্থন জানালেও, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ব্যঙ্গ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। পাল্টা জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, দিলীপবাবু কী পদক্ষেপ করেছেন নির্যাতিতা তরুণীর বিচারের জন্য।? আমরা ছাত্ররা আন্দোলন করেছি বিচারের জন্য। যত ক্ষণ বিচার না পাব, আমাদের আন্দোলন চলতে থাকবে।
আরও পড়ুন-শাহের মন্তব্যে প্রতিবাদ ওপারে
এ প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, এ বিষয়ে আমাদের কোনও মন্তব্যও নেই। আরজিকরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তি চাই। আর যে থ্রেট কালচারের কথা উঠছে সেটা তো দিলীপ ঘোষের ওপর হয়েছে। সেজন্যই তো দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দাঁড় করানো হয়।