রাত্তিরের সাথী : কাল পর্যালোচনা বৈঠক

রাত্তিরের সাথী প্রকল্প চালু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে। এই প্রকল্প রূপায়ণের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে নবান্ন।

Must read

প্রতিবেদন : রাত্তিরের সাথী প্রকল্প চালু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে। এই প্রকল্প রূপায়ণের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে নবান্ন। থাকবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হাসপাতালের সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সিভিল, ইলেকট্রিক্যাল, আইটি বিভাগের কর্মীরাও।

আরও পড়ুন-বেআব্রু বিজেপির প্রতিহিংসার রাজনীতি

সেইসঙ্গে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ ও স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা। রাত্তিরের সাথী প্রকল্পে মহিলাদের জন্য আলাদা শৌচালয়, বিশ্রামাগার, পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মহিলাদের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টাই থাকবে মহিলা স্বেচ্ছাসেবক। প্রতিটি কর্মস্থলে সিসি ক্যামেরা থাকবে এবং প্রয়োজনে ১০০ ও ১১২ হেল্পলাইন নম্বরে কল করতে পারবেন। কেউ মদ্যপ রয়েছেন কি না তারও পরীক্ষা হবে। বিশাখা কমিটিও জোরদার করা হচ্ছে। মেডিক্যাল কলেজ হস্টেলে রাতভোর পুলিশ পেট্রোলিং চলবে। পরিচয়পত্র বাধ্যতামূলক।

Latest article