এবার ভিখারি পাঠানো বন্ধ করা নিয়ে পাকিস্তানকে করা ভাষায় চিঠি লিখল সৌদি আরব (Saudi Arabia)। হজ যাত্রার নামে আরবে হাজার হাজার পাকিস্তানি ভিখারি ঢুকছে আরবে। এই ঘটনায় ক্ষুব্ধ সৌদি আরব। অবিলম্বে পাকিস্তান এই প্রক্রিয়া বন্ধ না করলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানিয়েছে সৌদি।
আরও পড়ুন-পর্যটকদের সুবিধায় কোচবিহার পুরসভার একগুচ্ছ উদ্যোগ
সৌদির (Saudi Arabia) হজ মন্ত্রকের তরফে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, উমরাহ ভিসাকে হাতিয়ার করে ভিখারি পাঠানো বন্ধ করুক পাকিস্তান। তা না হলে আগামিদিনে পাকিস্তানি নাগরিকরা সৌদিতে হজে সমস্যার সম্মুখীন হবেন। সৌদি আরবের চিঠির পর নড়েচড়ে বসেছে পাকিস্তান সরকার। নয়া আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে। পাকিস্তানের বহু পর্যটন সংস্থা নাগরিকদের উমরাহ করতে পাঠায়। এবার তাদের সরাসরি আইনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।
হজে ভিখারি সমস্যা রুখতে চলতি বছরের মে মাসে ফতোয়া জারি করে সৌদি আরব জানিয়েছিল, বেআইনিভাবে কেউ এদেশে আসলে তাঁকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ২২ হাজার টাকা। এবং বেআইনিভাবে কেউ ঢুকলে তাঁকে দেশে ফিরিয়ে দেওয়া হবে।