তিরুপতির লাড্ডু বিতর্কের মাঝেই জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে কড়াকড়ি ওড়িশায়

Must read

চূড়ান্ত বিতর্ক চলছে তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে। এরইমাঝে পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) প্রসাদ নিয়ে বড় সিদ্ধান্ত। এবার জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরিতে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষার কথা জানিয়েছে ওড়িশা সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদের জন্য ঘি সরবরাহ করে শুধু ওড়িশা মিল্ক ফেডারেশন।

আরও পড়ুন- প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

তিরুপতির প্রসাদী লাড্ডু ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এই বিতর্কের মাঝে পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ জানিয়েছেন, পুরীর মন্দিরের প্রসাদ নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে দেবতাদের উৎসর্গ করা ও ভক্তদের প্রসাদে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে। যদিও এখনও পর্যন্ত পুরীর (Puri Jagannath Temple) প্রসাদ নিয়ে কোনও অভিযোগ নেই। যারা প্রসাদ তৈরি করেন এ নিয়ে তাঁদের সঙ্গেও কথা বলা হবে বলে জানানো হয়েছে।

 

Latest article