প্রতিবেদন : মেট্রোয় টোকেন ফিরছে। চলতি সপ্তাহ থেকেই ফের একবার যাতায়াতের টোকেন কিনে মেট্রোতে সওয়ার হওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে। করোনার দুই ঢেউয়ের মাঝে কয়েকমাস যাত্রী সাধারণের জন্য দরজা খুললেও যাতায়াতের জন্য টোকেন ফেরায়নি মেট্রো কর্তৃপক্ষ। এবছর লকডাউন পেরিয়ে মেট্রো চালু হওয়ার পর তিন মাসের বেশি সময় কেটে গেলেও ছবিটা বদলায়নি। শুধুমাত্র স্মার্টকার্ডধারী যাত্রীরাই মেট্রো চাপার সুযোগ পাচ্ছিলেন। যা নিয়ে ঘরে বাইরে চাপ বাড়ছিল মেট্রো রেল কর্তৃপক্ষের উপর। সব যানবাহন স্বাভাবিক হলেও মেট্রো কেন করোনা-পূর্ব অবস্থায় ফিরছে না, সে প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠছিল। তাই এবার কালবিলম্ব না করে টোকেন ফিরিয়ে আনার কথা ঘোষণা করল মেট্রো রেল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই টোকেন বিক্রি শুরু করা হবে বলে কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। কোভিডকালে গতবছর লকডাউনের পরে যখন কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয় তখন থেকেই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যাত্রীদের যাতায়াতের জন্য টিকিট কাটার ক্ষেত্রে টোকেন দেওয়া হবে না। যাঁরাই মেট্রোয় উঠবেন তাঁদের ই-পাস অথবা স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। কিন্তু এই দুই পদ্ধতিতেই দেখা যাচ্ছিল মেট্রোয় আগেকার সেই যাত্রীর ভিড় ফিরছিল না। ফলে আয় কমেছিল মেট্রো রেলের।
আরও পড়ুন : শিশুপাচার নিয়ে সংকটে বিজেপি
এই অবস্থায় যাত্রীদের মধ্যেও ক্রমশ দাবি বাড়ছিল টোকেনকে ফিরিয়ে আনার। সেই দাবির জেরেই পুজোর আগেই ই-পাস ব্যবস্থা তুলে দেওয়া হয়। শুধুমাত্র স্মার্টকার্ড ব্যবহার করেই যাত্রীরা যাতায়াত করছিলেন। কিন্তু তাতেও দেখা যাচ্ছিল নিত্যদিনই এমন অনেক যাত্রী স্মার্টকার্ড কিনছিলেন যাঁরা একটি বা দুটি ট্রিপ শেষ করেই ফের কাউন্টারে এসে স্মার্ট কার্ড জমা দিয়ে সিকিউরিটি মানি তুলে নিচ্ছিলেন। এতেই মেট্রো কর্তৃপক্ষ বুঝতে পারে যে নিত্যযাত্রীদের পাশাপাশি খুচরো যাত্রীদের চাহিদাও বেড়ে চলেছে মেট্রোয় সফর করার জন্য। আর সেই জায়গা থেকেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকেই ফিরিয়ে আনা হবে টোকেন। তবে স্মার্ট কার্ডও থাকছে আগের মতোই।