প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর ঘোষণামতো চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার আবাস যোজনায় (Awas Yojna) ১১ লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে। এ-জন্য পুজোর আগেই রাজ্য জুড়ে প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হবে। চলতি সপ্তাহেই সেই সমীক্ষার জন্য গাইডলাইন প্রকাশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বুধবার নবান্ন সভাঘরে মনোজ পন্থের নেতৃত্বে লাইন ডিপার্টমেন্টের সচিবদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় আবাস নিয়ে। যাঁদের নাম আবাস প্রাপকদের তালিকায় রয়েছে তাঁরা বাড়ি পাওয়ার উপযুক্ত কিনা তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা করা হচ্ছে। জেলাশাসকদের জেলাওয়াড়ি আবাস যোজনার উপভোক্তাদের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত তালিকা তৈরি কারার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করে নবান্নে পাঠিয়ে দিতে বলা হয়েছে। সেই তালিকা খতিয়ে দেখার পর চূড়ান্ত পর্য়ায়ের সমীক্ষা করা হবে। তার পরেই নির্ধারিত সূচি মেনে আবাস প্রাপকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ১০০ দিনের কাজ: জবাব দিন, ৫ হাজার শ্রমিকের চিঠি মোদিকে