প্রতিবেদন : সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টি (Rainfall) হচ্ছে লাগাতার। কখনও ঝমঝমিয়ে, কখনও ইলশেগুঁড়ি। মঙ্গলবারের পর বুধবারও কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় নিম্নচাপের জেরে বৃষ্টি (Rainfall) অব্যাহত। আলিপুর হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, আপাতত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে চলবে বৃষ্টি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং বাঁকুড়া-সহ ৯ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- ১০০ দিনের কাজ: জবাব দিন, ৫ হাজার শ্রমিকের চিঠি মোদিকে