রাজ্য চায় পুরভোট ধাপে ধাপে

Must read

প্রতিবেদন : প্রতিবেদন : কেন কলকাতা ও হাওড়া পুরসভায় আগে এবং ধাপে ধাপে অন্য পুরসভাগুলিতে ভোট চায় কমিশন, তা পরিস্কার করে দিল হাইকোর্টের কাছে। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন হলফনামা দিয়ে এদিন তার যুক্তি পেশ করে।

আরও পড়ুন : মেট্রোয় ফিরছে টোকেন, থাকছে স্মার্ট কার্ডও

যুক্তির স্বপক্ষে বলা হয়, কলকাতায় ৮৫ শতাংশ টিকাকরণ হয়েছে। রাজ্যে সর্বোচ্চ। তারপরেই হাওড়া, টিকাকরণের হার ৫৫ শতাংশ। তাই এই দুটি পুরসভায় প্রথম দফায় ভোট করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তীগুলিতে হবে ধাপে ধাপে।

গত মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে জানতে চান কেন সব পুরসভায় একসঙ্গে ভোট হচ্ছে না? কমিশনের আইনজীবী জানিয়েছিলেন, এ বিষয়ে হলফনামা দিয়ে কোর্টে তাঁদের বক্তব্য জানাবেন। তার পরিপ্রেক্ষিতেই সোমবারের এই হলফনামা।

আরও পড়ুন-অভিজ্ঞতা বিক্রি হয় না বাজারে, রাহানে ও পূজারাকে নিয়ে শাস্ত্রী

সোমবার কলকাতা ও হাওড়ার ভোট প্রস্তুতিতে সর্বদল বৈঠক ডেকেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে বিরোধী দলের সকলেই একসঙ্গে ভোটের দাবি জানান। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তাপস রায় জানান, কোভিড বিধি মেনে পুরভোট করানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, কলকাতায় ৮৫ শতাংশ দ্বিতীয় ডোজের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে এবং হাওড়ায় ৫৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে। তাই এই দুটি পুরসভাতেই প্রথম দফায় ভোট করা হচ্ছে।

আরও পড়ুন-পৌষমেলা হবেই, তৎপর পুরসভা

তাপস রায় ছাড়াও বৈঠকে ছিলেন তৃণমূলের দেবাশিস কুমার। বিজেপি, কংগ্রেস, সিপিআইএম-সহ বামফ্রন্টের বিভিন্ন দলের প্রতিনিধিরাও ছিলেন। কমিশন জানিয়েছে, সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত মাইকে প্রচার করা যাবে না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যাবে। সকাল ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

 

Latest article