ডুলুংয়ের জল বেড়ে ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন জামবনির গিধনি

ঝাড়গ্রাম জেলা জুড়ে নিম্নচাপের জেরে বুধবার ফের বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টির ফলে ফের ফুলেফেঁপে উঠছে ডুলুং, কংসাবতী নদীর জল।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা জুড়ে নিম্নচাপের জেরে বুধবার ফের বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টির ফলে ফের ফুলেফেঁপে উঠছে ডুলুং, কংসাবতী নদীর জল। ডুলুং নদীর জল বাড়ায় জামবনি ব্লকের চিলকিগড়ের উত্তর কজওয়ের উপর দিয়ে বইছে জল। যার ফলে ঝাড়গ্রাম জেলা শহরের সঙ্গে জামবনি ব্লকের গিধনি, চিলকিগড়-সহ প্রায় ২০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে জেলা প্রশাসনের বন্যা-মোকাবিলা

এছাড়াও ডুলুং নদীতে জল বাড়ার ফলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের গোয়ালমারা-লোধাশুলি বাস রাস্তার মাঝে বড়ামারা কজওয়ের উপর দিয়ে জল বইছে। ফলে ঝাড়গ্রাম-রোহিণী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তার ফলে এলাকার বাসিন্দারা সমস্যার মধ্যে পড়েছেন। ফের বিভিন্ন নদীতে জল বাড়তে থাকায় ঝাড়গ্রাম জেলা শহরের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার সকাল থেকে যেভাবে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে তাতে জামবনি ব্লকের গিধনি আন্ডারপাশে এক কোমর জল জমে সমস্যায় পড়ছেন ১০টি গ্রামের মানুষ। বিভিন্ন নদীর জলস্তর বাড়ায় জেলা প্রশাসনের তরফে বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। তবে যেভাবে ডুলুং-সহ বিভিন্ন নদীতে জল বাড়ছে তার ফলে ঘরবাড়ি ও ফসলের বড় ক্ষতির আশঙ্কা করছেন জেলার নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা।

Latest article