প্রতিবেদন : আই লিগ থ্রি-র দ্বিতীয় রাউন্ডে বৃহস্পতিবার অভিযান শুরু করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি (DHFC)। নৈহাটি স্টেডিয়ামে সকাল ৯টায় খেলা। কিবু ভিকুনার দলের সামনে অসমের কার্বি অ্যাঙ্গলং মর্নিং স্টার। গ্রুপ ‘এ’-তে ডায়মন্ড হারবারের বাকি তিন প্রতিপক্ষ গোয়ার সেসা ফুটবল অ্যাকাডেমি, মণিপুরের ক্লাসা এফসি এবং দিল্লির ডাউনটাউন হিরোজ এফসি। ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। দু’টি গ্রুপের সেরা দুই দল অর্থাৎ মোট চারটি দল আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করবে।
আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রী নবান্নয় বৈঠকে, রাত্তিরের সাথী নিয়ে পর্যালোচনা
দ্বিতীয় রাউন্ডে কঠিন লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ডায়মন্ড হারবারের কোচ, ফুটবলাররা। তবে কলকাতা লিগ, আই লিগ মিলিয়ে টানা ম্যাচ খেলার ধকল নিয়ে চিন্তা কিছুটা হলেও তাঁদের রয়েছে। হেড কোচ কিবুর সহকারী দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘আমাদের পরপর ম্যাচ খেলতে হচ্ছে। কলকাতা লিগের গ্রুপ পর্বে ১২টা ম্যাচ খেলেছি। পাশাপাশি আই লিগ থ্রি-র প্রাথমিক পর্বের ম্যাচগুলো খেলতে হয়েছে। এরপর কলকাতা লিগের সুপার সিক্সে তিনটি ম্যাচ খেলেছি। খুব বেশি বিশ্রাম পায়নি ছেলেরা। এবার আই লিগ থ্রি-র মূলপর্বে খেলতে হচ্ছে। এই পরিস্থিতিতে চোট, ক্লান্তির আশঙ্কা থাকেই। তবে আমরা সব ভুলে শুধুই আই লিগ থ্রি-এ ফোকাস করেছি। আমাদের অগ্রাধিকার শুধুই এই লিগে। গ্রুপে প্রথম দু’দলের মধ্যে থেকে আই লিগ টু-এ খেলার ছাড়পত্র পাওয়াই একমাত্র লক্ষ্য। শারীরিক ও মানসিকভাবে আমরা তৈরি।’’
প্রতিপক্ষ কার্বিকে নিয়ে বেশ সতর্ক ডায়মন্ড হারবার (DHFC)। দেবরাজ বলছিলেন, ‘‘প্রাথমিক পর্বে ওদের খেলার ভিডিও দেখে পর্যালোচনা করেছি। সেভাবে আমরা প্রস্তুতিও নিয়েছি। কার্বির বাঁ-দিক অর্থাৎ লেফট ব্যাক এবং লেফট উইং বেশ শক্তিশালী। আমাদের সেভাবে পরিকল্পনা করে খেলতে হবে। ওরা পাহাড়ি ছেলে। চেহারায় ছোটখাটো হলেও যে কোনও বলের জন্য সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। কোচেদের পরিকল্পনা কতটা ভালভাবে ফুটবলাররা মাঠে কাজে লাগায়, তার উপর নির্ভর করবে সাফল্য।’’