হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণের দায়িত্বভার গ্রহণ লালবাজারের

এবার কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেবে লালবাজার।

Must read

আর জি করের ভয়াবহ ঘটনার পর জোরদার হয়েছে রাজ্যের হাসপাতালগুলির (Hospital) নিরাপত্তা (security) ব্যবস্থা। এবার কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেবে লালবাজার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকটি দফায় ভাগ করে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রত্যেককে তিন দিন প্রশিক্ষণ নিতে হবে। যেখানে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল সেখানে কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন-ঝাড়ুদার পদে স্নাতকোত্তরদের আর্জি, হরিয়ানার বেকারত্বের সমস্যা প্রকট

লালবাজার তরফে খবর, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (প্রশিক্ষণ) এক জন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং যুগ্ম কমিশনার (সংগঠন)-এর সঙ্গে বৈঠক করে প্রতিটি ব্যাচের জন্য প্রশিক্ষণের দিনক্ষণ ঠিক করবেন। এরপর ডেপুটি কমিশনারেরা নিজেদের এলাকার হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণের দিনক্ষণ ও ঠিকানা জানাবেন। ইতিমধ্যেই কলকাতার সরকারি হাসপাতালগুলি থেকে বেসরকারি নিরাপত্তারক্ষীদের নাম সংগ্রহ করার কাজ চলছে। প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরজি কর হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। নিরাপত্তার অভাব ছিল বলেই ওই সিভিক ভলান্টিয়ার সারা হাসপাতাল এভাবে ঘুরে বেড়াতে পেরেছিলেন। চুক্তিভিত্তিক কর্মীদের সাত দিনের প্রশিক্ষণ দিয়ে কীভাবে উপযুক্ত করে তোলা যায় এই নিয়েও এদিন তিনি প্রশ্ন তোলেন।

Latest article