আজ বেঙ্গালুরুতে মোহনবাগান, ভিসা পেলেও ট্র্যাক্টর ম্যাচ নিয়ে জটিলতা

Must read

প্রতিবেদন : ডুরান্ডের জবাব দিয়ে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলের প্রথম জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামছে জোসে মোলিনার দল। চোটে কাবু স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজকে ছাড়াই শুক্রবার বেঙ্গালুরু রওনা হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। এর মধ্যেই খবর, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ইরানের ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ নিয়ে জটিলতা অব্যাহত। ২ অক্টোবর ম্যাচ ইরানের তাবরিজে। মোহনবাগান ফুটবলারদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা হয়নি। সবার ভিসা পেয়ে গিয়েছে ক্লাব। কিন্তু ইরান সরকারের কূটনৈতিক আইন অনুযায়ী ভারতের বিদেশি ফুটবলারদের সে দেশে খেলা নিয়ে সমস্যা রয়েছে। শুধু বিদেশি নন, ইরান সরকারের কঠোর আইন মাথায় রেখে ভারতীয়দের নিয়েও এ দেশের সরকারের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। যা এই বছরের এপ্রিলেই বলবৎ হয়।
ফলে মোহনবাগান (Mohun Bagan) দল পাঠাতেই পারে ইরানে। কিন্তু ফুটবলারদের নিরাপত্তার দায়িত্ব ফুটবলারদের এবং সংশ্লিষ্ট ক্লাবের। মোহনবাগান নিরপেক্ষ ভেনুতে ম্যাচ চেয়ে এএফসি-কে চিঠি দিলেও তা খারিজ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ইরানে দল না পাঠালে বড় জরিমানার মুখে পড়তে হবে মোহনবাগানকে। তাই দল পাঠানো ছাড়া উপায় নেই।
মোহনবাগান এখন আইএসএলে শনিবারের বেঙ্গালুরু ম্যাচে ফোকাস করছে। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচের পরই ইরানে দল পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেবে মোহনবাগান। এদিন কোচ মোলিনা জানালেন, পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস আপাতত শুধু এসিএল ম্যাচে খেলবেন। বেঙ্গালুরু ম্যাচ থেকে তিন পয়েন্ট আনতে চান।

আরও পড়ুন- ঝাড়গ্রামে বজ্রাঘাতে মৃত চারজনের পরিবারকে রাজ্যের আর্থিক সাহায্য

Latest article