রাহুলের সঙ্গী মায়াঙ্ক, চারে ব্যাট করতে পারেন শুভমন

Must read

কানপুর, ২২ নভেম্বর : বিরাট কোহলি বিশ্রামে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে চার নম্বরে ব্যাট করবেন শুভমান গিল। আর কে এল রাহুলের ওপেনিং পার্টনার হবেন মায়াঙ্ক আগরওয়াল। তিন এবং পাঁচ নম্বরে ব্যাট করবেন যথাক্রমে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে। পাশাপাশি টেস্ট স্কোয়াডে ডাক পেতে পারেন সূর্যকুমার যাদব।

 

প্রসঙ্গত, ২২ বছর বয়সি শুভমান এর আগে দেশের হয়ে যে আটটি টেস্ট ম্যাচ খেলেছেন, তার প্রতিটিতেই ওপেন করেছেন। তবে বিরাটের অনুপস্থিতিতে কানপুরে তাঁর ব্যাটিং অর্ডার বদলে যাচ্ছে। তবে মুম্বইয়ের দ্বিতীয় টেস্টে বিরাট ফিরলে, শুভমান ও মায়াঙ্কের মধ্যে কোনও একজনকে বসতে হবে। সেক্ষেত্রে কানপুরে যিনি রান পাবেন, তাঁর পাল্লাই ভারী থাকবে।

আরও পড়ুন : রাহুলের সঙ্গী মায়াঙ্ক, চারে ব্যাট করতে পারেন শুভমন

এদিকে, মুম্বইয়ে চারদিনের শিবির করে আগেই কানপুরে পৌঁছে গিয়েছিলেন অজিঙ্ক রাহানেরা। তাঁদের নিভৃতাবাসের পর্বও শেষ। টি-২০ সিরিজ জয়ের পর এবার ভারতীয়দের পাখির চোখ টেস্ট সিরিজ জয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে, ফের আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ফিরবেন বিরাটরা। কিউয়ি-বধের জন্য কানপুরের পিচ যে ঘূর্ণি হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বান্দ্রা কুর্লা স্পোর্টস কমপ্লেক্সেও ঘূর্ণি পিচে প্রস্তুতি সেরেছেন রাহানেরা।
অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের কানপুরে খেলা নিশ্চিত। তবে দুই না তিন—ক’জন স্পিনার নিয়ে ভারত প্রথম টেস্টে খেলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। কোচ রাহুল দ্রাবিড় কানপুরের পিচ দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Latest article