পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি বাংলায়

Must read

প্রতিবেদন : বৃষ্টি (Rain) সঙ্গে নিয়েই এবার পুজো মণ্ডপে দুর্গাদর্শনে যেতে হবে বঙ্গবাসীকে। কারণ আলিপুর আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী আগামী ৫ থেকে ৯ অক্টোবর গোটা বাংলায় বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain) হবে। ফের ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি চলবে। তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শারদীয়ায় বাংলার মানুষের সঙ্গী হতে চলেছে ছাতা। গত তিনদিনের দুর্যোগ কাটিয়ে উন্নতি হচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি। শুক্রবার এমনই খবর শোনাল হাওয়া অফিস। আপাতত দিন দুয়েকের জন্য মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। তবে বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ
শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমই থাকবে। কলকাতায় এদিন থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে। বৃষ্টি হলেও আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে রোদের দেখা মিলবে। সোমবার পর্যন্ত এমনই থাকবে দক্ষিণের জেলাগুলির পরিস্থিতি। আপাতত ৪-৫ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলাগুলির জন্য চিন্তার খবর রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা, বাড়তে পারে নদীর জলস্তর, কোথাও কোথাও জলস্তর বিপদ সীমার উপরে দিয়ে যেতে পারে। অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। ভারী থেকে অতি-ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে। মালদহ, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩৮.৬ মিলিমিটার।

আরও পড়ুন- বৃষ্টি- ধসে বিপর্যস্ত পাহাড়: জারি রেড অ্যালার্ট, মরশুমের প্রথম তুষারপাত সিকিমে

Latest article