প্রতিবেদন : সম্প্রতি ধর্মতলা এলাকার ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করে বিজ্ঞপ্তি জারি করেন পুলিশ কমিশনারের বিজ্ঞপ্তিতে। আগামী দু’মাস জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এই মামলায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ কলকাতা পুলিশের আইনজীবীর কাছে জানতে চান, এই বিজ্ঞপ্তির কী মানে।
আরও পড়ুন-ছ’টি হাসপাতালে শুরু রাত্তিরের সাথী
এর পরিপ্রেক্ষিতে আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন, এই বিজ্ঞপ্তি ২০২৩ থেকে তৈরি। ৬ মাস পরপর বিজ্ঞপ্তির মেয়াদ বাড়ানো হয়। এবারও সেটাই করা হয়েছে। কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই ১৬৩ ধারা থাকে সবসময়। গত নভেম্বরেও হয়েছিল, এবার তা এক্সটেনশন হল। শুধু বেন্টিঙ্ক স্ট্রিটকে নতুন যুক্ত করা হয়েছে। তাহলে এলাকায় পুজোর কী হবে? পুজো হবে নাকি বন্ধ থাকবে? আগামী সোমবার মামলার পরবর্তী শুনানিতে হলফনামা আকারে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।