প্রতিবেদন : শহরের পুজো মণ্ডপগুলির পরিদর্শন শুরু হয়েছে পুলিশের তরফে। শুক্রবার থেকেই কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের সুরক্ষা ব্যবস্থা-সহ অন্যান্য খুঁটিনাটি বিষয় পরিদর্শনে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। আগামী সোমবার থেকে দমকলের তরফেও ডিজির নেতৃত্বে পরিদর্শন শুরু হবে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। আসন্ন দুর্গাপুজোয় প্রত্যেকটি মণ্ডপে অন্ততপক্ষে ২টি করে ফায়ার এস্টিংগুইসার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পুজো কমিটিতে কারও এই ফায়ার এস্টিংগুইসার চালানোর অভিজ্ঞতা না থাকলে দমকলের তরফে পর্যাপ্ত প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী।
আরও পড়ুন-স্বপ্নাদেশে কাত্যায়নীর মূর্তিতে শুরু হয় শেওড়াফুলি রাজবাড়ির মাতৃ-আরাধনা
এদিন তিনি বলেন, সোমবার থেকে দমকলের ডিজির নেতৃত্বে বিভিন্ন পুজো প্যান্ডেলের ইন্সপেকশন করা হবে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় পুজোয় ৯৬টি অতিরিক্ত ফায়ার স্টেশন থাকবে। পুজোর আগেই ৭৫টি নতুন ফায়ার টেন্ডার আসছে। আগামী দেড়বছরের মধ্যে আরও ২৫টি নতুন ফায়ার স্টেশন করা হবে বলে জানান সুজিত বসু। এছাড়াও কালীঘাট ও টালিগঞ্জ ফায়ার স্টেশনের সংস্কারের পাশাপাশি তারাপীঠে নতুন ফায়ার স্টেশন তৈরির কথাও জানান দমকলমন্ত্রী। পুজো মণ্ডপ পরিদর্শনের সঙ্গে দমকলের ডিজির নেতৃত্বে মানুষকে সচেতন করতে পুজোর মধ্যেই বিভিন্ন জায়গা ২৫টি ক্যাম্পের আয়োজন করা হবে। অন্যদিকে, শুক্রবার থেকে বিভিন্ন প্যান্ডেল পরিদর্শন শুরু করেছে কলকাতা পুলিশও।
আরও পড়ুন-ধর্মতলায় ১৬৩ ধারা সর্বদাই বিজ্ঞপ্তি শুধু মেয়াদ বাড়াতে
এদিন চেতলা অগ্রণী, সুরুচি সংঘ-সহ মোট ১০টি প্যান্ডেল পরিদর্শন করেন যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ। ছিলেন ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায়। প্রতিটি মণ্ডপের ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন, জরুরি বাহিনী মোতায়েন-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা। পুজোর সময় শহরে সুষ্ঠু ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখতে প্যান্ডেলে ঢোকা ও বেরনোর রাস্তা ঠিকঠাক আছে কি না, মণ্ডপের ভিতর ও বাইরে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।