মাত্র দুটি সংসদীয় কমিটির শীর্ষে মহিলা কেন? প্রশ্ন ডেরেকের

মুখে যতই নারী শক্তির বিকাশ, নারীর ক্ষমতায়ন বা নারী সমাজের সশক্তিকরণের কথা বলা হোক না কেন, কাজের বেলায় কিন্ত্ত বিজেপি বরাবরই উল্টে পথে হেঁটেছে৷

Must read

প্রতিবেদন: মুখে যতই নারী শক্তির বিকাশ, নারীর ক্ষমতায়ন বা নারী সমাজের সশক্তিকরণের কথা বলা হোক না কেন, কাজের বেলায় কিন্ত্ত বিজেপি বরাবরই উল্টে পথে হেঁটেছে৷ গেরুয়া শিবিরের এই নীতিই প্রতিফলিত হয়েছে তৃতীয় মোদি সরকারের কার্যকালেও৷ দীর্ঘ টালবাহানার পরে ২৪টি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে সরকারপক্ষ৷

আরও পড়ুন-গ্রাহক স্বার্থে বিজ্ঞপ্তি পরিবহণ দফতরের আরটিও, এআরটিওতে এবার পুজোয় চালু ওয়ার্ক ফ্রম হোম

এখানেই দেখা যাচ্ছে মাত্র দুটি সংসদীয় কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মহিলা সাংসদদের হাতে৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব৷ একইসঙ্গে ডিএমকে সাংসদ কানিমোঝিকে দেওয়া হয়েছে কনজিউমার এফেয়ার্স সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব৷ গোটা বিষয়ে মোদি সরকার তথা বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন৷ এই প্রসহ্গেই শুক্রবার ডেরেক টুইট করে বলেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে৷ ২৪টি সংসদীয় কমিটির চেয়ারপার্সনদের বাছা হয়েছে৷ এর মধ্যে মাত্র দুটিতে মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ তৃণমূল কংগ্রেস ও ডিএমকে প্রতিশ্রুতি পালন করে৷ বাকিরা? শুধু কথাই বলে!

Latest article