ঐতিহাসিক সাফল্য, দাবা বিশ্ব কুর্নিশ করছে আমাদের, গর্বিত আনন্দ

আনন্দ আরও জানিয়েছেন, দাবা অলিম্পিয়াডে ভারতীয় দাবাড়ুদের সাফল্যে তিনি একেবারেই অবাক হননি। কারণ গত কয়েক বছরে একঝাঁক প্রতিভাবান দাবাড়ুর উত্থান ঘটেছে

Must read

মুম্বই, ২৭ সেপ্টেম্বর : সদ্য সমাপ্ত দাবা অলিম্পিয়াডে জোড়া সোনা জয় ঐতিহাসিক। এই সাফল্য গোটা দেশে দাবার জনপ্রিয়তা আরও বাড়াবে। বিশেষ করে, মেয়েরা আরও বেশি করে দাবায় ঝুঁকবে। এমনটাই জানাচ্ছেন বিশ্বনাথন আনন্দ। মুম্বইয়ে এক অনুষ্ঠানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ বলেছেন, ‘‘দাবা অলিম্পিয়াডে ছেলে এবং মেয়ে উভয় বিভাগে ভারতের সোনা জয় অসাধারণ কৃতিত্ব। তবে এটা সবে শুরু। আমাদের আরও দীর্ঘ পথ এগোতে হবে। এই সাফল্যের ধারা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।’’

আরও পড়ুন-দুঃস্থ পড়ুয়াদের জন্য পাঠশালা, শিক্ষাদানে অনন্য নজির বলাগড়ের সিভিক ভলান্টিয়ার হীরালালের

তিনি আরও যোগ করেছেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমি বেশি খুশি হয়েছি মেয়েদের সাফল্যে। আশা করি, বৈশালী, দিব্যা, হারিকা, বন্তিকাদের সোনা জয় ভারতীয় মেয়েদের আরও বেশি করে দাবার দিকে ঝুঁকতে উৎসাহ জোগাবে।’’ আনন্দ আরও জানিয়েছেন, দাবা অলিম্পিয়াডে ভারতীয় দাবাড়ুদের সাফল্যে তিনি একেবারেই অবাক হননি। কারণ গত কয়েক বছরে একঝাঁক প্রতিভাবান দাবাড়ুর উত্থান ঘটেছে। তিনি বলছেন, ‘‘এই ছেলে-মেয়েদের আমি অনেক দিন ধরেই চিনি। তাই ওদের সাফল্য আমাকে অবাক করেনি। বরং আনন্দ দিয়েছে। আমি নিজে বুদাপেস্টে উপস্থিত ছিলাম। একজন ভারতীয় হিসাবে গর্বিত হয়েছিলাম। পুরস্কার বিতরণী মঞ্চে দু-দু’বার ভারতের জাতীয় সংগীত সেদিন বেজেছিল। এমন অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি। মনে হয়েছিল, গোটা দাবা বিশ্ব আজ ভারতকে কুর্নিশ করছে।’’

Latest article