টানা কয়েকদিন ধরেই ইজরায়েল এবং হিজবুল্লা সংঘর্ষে উত্তপ্ত লেবানন। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। লেবাননের রাজধানী বেইরুটে পরপর চলছে বোমা বর্ষণ। এবার এই হামলাতেই মৃত্যু হল হিজবুল্লা প্রধান (Hezbollah Chief) সৈয়দ হাসান নাসরাল্লার। দাবি ইজরায়েলি সেনার। এদিন সকালেই সৈয়দের কন্যার মৃত্যুর খবর মিলেছিল।
আরও পড়ুন- হরিয়ানা দল বিরোধী কাজের জের! এবার কংগ্রেসের ১৩ নেতা বহিষ্কৃত
গত সোমবার থেকে লেবাননে রকেট হামলা চালাচ্ছে ইজরায়েল। পাল্টা জবাবও দিচ্ছে হিজবুল্লা। তবে হিজবুল্লা প্রধানকে (Hezbollah Chief) নিকেশ করাই ছিল ইজরায়েলি সেনার মূল লক্ষ্য। এই কারণে জঙ্গিগোষ্ঠীর দফতরে চলছিল হামলা। লাগাতার আক্রমণে ধুলিস্যাৎ হিজবুল্লার সদর দফতর। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র বেইরুটের দক্ষিণ প্রান্তে বহু বাড়িকে ধ্বংসস্তূপে করেছে। হাজার হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার হামলায় লেবাননে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। হিজবুল্লার ড্রোন বাহিনীর প্রধান মহম্মদ হুসেন শ্রাউর এবং অন্যতম কমান্ডার ইব্রাহিম মুহম্মদ কোয়াবিসি নিহত। এবার শনিবার হিজবুল্লা প্রধানের মৃত্যু।