প্রতিবেদন : বউবাজারে মেট্রো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ২৩টি বাড়ির পুনর্নির্মাণে বিশেষ ছাড় দিয়ে অনুমোদন দিল কলকাতা পুরসভা। গত বৃহস্পতিবার পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি ওঠার পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, বাড়িগুলি নতুন করে তৈরির জন্য কেএমআরসিএলকে নকশা জমা দিতে বলা হয়েছিল। সম্প্রতি সেই নকশা জমা দেওয়া হয়েছে পুরসভার কাছে। এরপর শুক্রবার মেয়র পারিষদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত ২৩টি বাড়ির পুনর্নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে। পুরসভার বর্তমান বিল্ডিং আইনের বাইরে গিয়ে দেওয়া হয়েছে বিশেষ ছাড়ও।
বউবাজার যেহেতু অত্যন্ত ঘিঞ্জি এলাকা তাই বর্তমান পুর-আইন অনুযায়ী দুটি বাড়ির মধ্যে যে নির্দিষ্ট জায়গা ছাড়ার কথা, সেখানে যতটা কম সম্ভব ছাড় দিয়েই বাড়ি তৈরিতে অনুমতি দেওয়া হয়েছে পুরসভার তরফে। ২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বহু পুরনো বাড়িগুলিতে ফাটল ধরে। বিপজ্জনকভাবে ভেঙে পড়ে ২৮টি বাড়ি। বাসিন্দারা তখনকার মতো আশ্রয় নেন শহরের বিভিন্ন হোটেলে। কেএমআরসিএলের তরফে দ্রুত বাড়িগুলি পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হয়। এরপর কলকাতা পুরসভার নির্দেশানুসারে ২৩টি বাড়ির নকশা জমা দেয় কেএমআরসিএল। এই নিয়ে বৃহস্পতিবার পুর-অধিবেশনে কাউন্সিলর বিশ্বরূপ দে প্রশ্ন তুললে মেয়র জবাবে বলেন, আজকের বিল্ডিং নিয়মে এই বাড়িগুলোকে ফেললে হবে না। কারণ আগেকার বাড়ি। রাস্তাগুলোও খুব সরু। সেজন্য বিশেষ ছাড় দেওয়া হবে। দেখা হবে, যাতে অল্প ছাড় দিয়ে বাড়ি তৈরি করা যায়। পাশাপাশি, যে বাড়িগুলি কেএমআরসিএল-এর তরফে মেরামত করে বাসযোগ্য করে দেওয়া হয়েছে, সেই বাড়িগুলির পরীক্ষা করে পুর-ইঞ্জিনিয়াররা ফিট সার্টিফিকেট দেবেন বলে জানান মহানাগরিক।