সংবাদদাতা, বনগাঁ : সম্প্রতি দশভুজা নামে দশটি প্রকল্পের সূচনা করা হয়েছিল বনগাঁ পুলিশ জেলার তরফে। শনিবার তার জন্য একটি সুসংহত কন্ট্রোল রুম (দৃষ্টি) ও মহিলা পরিচালিত পিঙ্ক পেট্রোল ভ্যানের সূচনা করলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। ছিলেন ডিআইজি বারাসত ভাস্কর মুখোপাধ্যায়ও।
আরও পড়ুন-বৃষ্টি কমতেই বাড়ল অস্বস্তি
এই নিয়ে বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে সুসংহত কন্ট্রোল রুম ‘দৃষ্টি’ চালু করা হল। এখান থেকে পুরো বনগাঁ পুলিশ জেলা কন্ট্রোল করা হবে। ইতিমধ্যেই ২০০ সিসিটিভি ক্যামেরার তথ্য এখান থেকে আমরা পাচ্ছি। পরবর্তীতে ক্যামেরার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আজ ২টি মহিলা পরিচালিত পিঙ্ক পেট্রোল ভ্যানও চালু করা হয়েছে। আগামীতে প্রতিটি থানায় এই পিঙ্ক পেট্রোল ভ্যান চালু করা হবে। একইসঙ্গে নাবালিকা উদ্ধারে পুলিশকে সহযোগিতার জন্য দু’জনকে সংবর্ধনা দেওয়া হয়।