সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে তৎপর রাজ্য প্রশাসন। এবার নিরাপত্তা বাড়াতে কামারহাটির (Kamarhati) সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Sagar Dutta Medical college and Hospital) নিরাপত্তা আউটপোস্টে বাড়ানো হল পুলিশকর্মীর সংখ্যা। আগে ওই ফাঁড়িতে ২৮ জন পুলিশকর্মী নিয়োজিত ছিলেন। আজ, রবিবার থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। এছাড়া, হাসপাতাল চত্বরের বেশ কয়েকটি জায়গায় নতুন সিসি ক্যামেরা বসছে। শুক্রবার রাত থেকেই উত্তপ্ত সাগর দত্ত মেডিক্যাল কলেজে। এক রোগীর পরিবারের সদস্যেরা হাসপাতালের চারতলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালান। মহিলাদের ওয়ার্ডেও এদিন ভাঙচুর করা হয়। জানা যায়, মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে এনে মারধর করা হয়। জুনিয়র ডাক্তার, নার্স-সহ সাত জন আহত হয়েছেন।
আরও পড়ুন-বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত ১৮ বছরের সুইস সাইক্লিস্ট
আপাতত, নিরাপত্তা-সহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন চালাচ্ছেন সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা। হাসপাতালের ‘হুমকি সংস্কৃতি’র বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছেন সেই দিকেও নজর থাকছে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়। ২৮ জন পুলিশকর্মীকে নিয়ে ফাঁড়ি তৈরি হয়েছিল হাসপাতালে। রবিবার সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। রবিবার সকাল থেকে সিসি ক্যামেরা বাসানোর কাজ শুরু হয়েছে।