প্রতিবেদন : সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে আরজি কর মামলার শুনানি। তার আগে রবিবার আরজি কর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ আরজি করে পৌঁছন সিপি। সঙ্গে ছিলেন ডিসি (নর্থ) দীপক সরকার-সহ অন্য শীর্ষ পুলিশকর্তারা। এদিন প্রথমে তাঁরা যান হাসপাতালের জরুরি বিভাগে।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনাতেই ভাসছে উত্তর: ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
চারতলার সেমিনার রুমের নিরাপত্তাও খতিয়ে দেখেন তাঁরা। সেখান থেকে আরজি করের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে গিয়েও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সিপি। সিআরপিএফ আধিকারিকদের পাশাপাশি কথা বলেন আরজি করে মোতায়েন পুলিশকর্মীদের সঙ্গেও। এর আগে সুপ্রিম কোর্টের শুনানিতে উঠেছিল আরজি করে পুলিশি নিরাপত্তার প্রসঙ্গ। তাই সোমবারের শুনানির আগে সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। এর আগে সিপি পদে দায়িত্ব নিয়েই আরজি কর পরিদর্শনে গিয়েছিলেন ভার্মা।