ক্ষতিগ্রস্তদের সহায়তা

পাশাপাশি ৬টি দোকানের জন্য ১ লক্ষ টাকা আর ২৩টি ক্ষতিগ্রস্ত দোকানের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Must read

প্রতিবেদন : উত্তরের দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তরকন্যায় বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে বৈঠক করার পর গজলডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের সদস্যের হাতে পাঁচ লক্ষ এবং অন্য এক ক্ষতিগ্রস্তের হাতে তিন লক্ষ টাকার সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শনিবার শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছে অনেকগুলি দোকান। ছ’টি দোকান পুরো ভস্মীভূত। আরও ২৩টি দোকান ক্ষতিগ্রস্ত।

আরও পড়ুন-কাল মানববন্ধন মহিলা তৃণমূলের

ভস্মীভূত ৬টি দোকান নতুন করে পুজোর আগেই তৈরি করে দেওয়ার নির্দেশ দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। পাশাপাশি ৬টি দোকানের জন্য ১ লক্ষ টাকা আর ২৩টি ক্ষতিগ্রস্ত দোকানের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এখানেই দেখা গেল মুখ্যমন্ত্রীর আর এক মানবিক মুখ। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এক যুবকের গায়ে ছিল গামছা। নিজের শাল তাঁকে পরিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Latest article