দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-ময়নাতদন্ত সঠিক বলে যে জুনিয়রদের স্বাক্ষর কাগজে, তাঁরাই বিদ্রোহী!

ঝরা পাতা

সারি সারি গাছ
দাঁড়িয়ে আছে
মংপং থেকে চালসা
ঝরাপাতা সব ঝরে
পড়ে আছে
নূতন ভবিষ্যৎ ভরসা।
পুরাতন পাতা
সব পড়ে আছে
শুকনো পাতার ছড়াছড়ি
পাতা ফুল বিহীন শুকনো গাছ
দাঁড়িয়ে আছে সারি সারি।
দেখলে কখনো মনে মনে ভাবি
শীতের ঝরাপাতার সাথে করব আড়ি।
সবুজ ছাড়া কি অরণ্য মানায়?
মানায় নাকো ডালপালা
মনে হয় গাছের শরীরটা খারাপ
মনে মনে হয় তাদের অশান্তির জ্বালা।
কবে জন্মাবে তার নতুন পাতা
কখন হবে নতুনের হালখাতা!!
তারই দিকে তাকিয়ে বন অরণ্য
সবুজ জন্মায় সবুজের জন্য।
এক দিকে দেখছি ঝরাপাতা
অন্য দিকে চলেছে নবীনের জয়গাথা
কচি সবুজে ভরে গিয়েছে
নতুন পাতার ঠিকানা।
যেন সবটাই সবার জানা।
শাল গাছের যেন মহড়া চলছে
চালসার পথ ঘিরে
শান্ত প্রকৃতির সবুজায়ন
ডাকছে যেন সবারে।
পাশেই দুধারে চায়ের বাগান
সবুজ রভ-এ গাঁথা,
মংপং থেকে চালসা
রাস্তাটা হলো মনে আঁকা।।
মংপং-এর ওই শান্ত প্রভাতে
তিস্তা যেন হাসছে,
তারই মাঝে কু-ঝিক-ঝিক,
প্রকৃতির বহর জাগছে।
মন মাতানো ফুলের রকমারিতে
বনবাংলো যেন ঘেরা
একবার এলেই ইচ্ছে হয় না
এখান থেকে ফেরা।
এ জগতের প্রকৃতির মাঝে
কেউ বা আসবে, যাবে
বনবাংলোর বনসুন্দরী
সবাইকে কি মনে রাখবে!!

Latest article