কাটছে ভারী বৃষ্টির ভ্রুকুটি, মহালয়ায় ঝলমলে আকাশ

Must read

প্রতিবেদন: পুজোর সঙ্গে বৃষ্টি (Rain) যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। তাই পুজো এলেই বাঙালির বুক দুরু দুরু শুরু হয়ে যায় বৃষ্টির চোখ রাঙানি নিয়ে। তবে মহালয়াতেও বৃষ্টি হবে কিনা সেই নিয়ে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। খানিকটা আশার আলো দেখালো হাওয়া অফিস। এই মুহূর্তে তেমন কোনও সম্ভাবনা নেই।মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু-এক জেলায়। তবে তারপর থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গে। যদিও ভারী বৃষ্টি নয় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে। দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে। তবে হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ না থাকলেও এখনও মৌসুমি অক্ষরেখা সক্রিয়। অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে কম-বেশি জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। এর প্রভাবেই বৃষ্টি হতে পারে। উত্তরেও বাড়বে গরম। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে পার্বত্য জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

পুজোর আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার বেশির ভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী থেকে একাদশী পর্যন্ত কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হতে পারে।

আরও পড়ুন- ইস্টবেঙ্গল এফসির কোচের পদ থেকে ইস্তফা কুয়াদ্রাতের

Latest article