১৬০০ মেগাওয়াটের দুই বিদ্যুৎকেন্দ্র রাজ্যে

Must read

প্রতিবেদন : এই প্রথম রাজ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বিদ্যুৎ-কেন্দ্র তৈরি হতে চলেছে। মোট ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এরকম দুটি নতুন বিদ্যুৎ-কেন্দ্র তৈরির পরিকল্পনা আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের শেষে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই বিদ্যুৎ-কেন্দ্র দুটি তৈরির জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডারে যেসব সংস্থা সাড়া দেবে তাদের মধ্যে থেকেই উপযুক্ত সংস্থাকে বেছে নিয়ে বিদ্যুৎ-কেন্দ্র তৈরির দায়িত্ব দেওয়া হবে। প্রকল্পের জন্য জমি দেবে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে ছ’টি বিদ্যুৎ-কেন্দ্র রয়েছে। এবার তা বেড়ে হতে চলেছে ৮। এ-ছাড়া সাগরদিঘিতে পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিকাল বিদ্যুৎ-কেন্দ্র তৈরির কাজ শেষের পথে। যার প্রকল্পব্যয় ৪,৫৬৭ কোটি টাকা। তিনি বলেন ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই প্রকল্পের ৯৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। মার্চ মাসের মধ্যেই উৎপাদন শুরু হবে। অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর ওই বিদ্যুৎ-কেন্দ্রে অল্প কয়লা খরচে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পশ্চিম মেদিনীপুরের জামুরিয়ায় শ্যাম সেল অ্যান্ড পাওয়ার সংস্থাকে দুই লপ্তে মোট ৭২ একর জমি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। তিনি জানিয়েছেন, ৩২ ও ৪০ একরের মতো জমি ওই সংস্থাকে লিজ দেওয়া হয়েছিল। তাদের মালিকানা স্বত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: তদন্ত চলাকালীন সাসপেনশন নয়, জুনিয়র ডাক্তারদের সব ধরনের পরিষেবায় ফেরার নির্দেশ কোর্টের

Latest article