‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-প্রাণ ও পৃথিবীর উৎস সন্ধানে
স্রোত
স্রোতের বাইরে থেকো না বন্ধু
স্রোত-স্রোতস্বিনীর মন্দাকিনী।
থেকো না তিমির-নিবিড় অবগুণ্ঠনে
হওয়া নক্ষত্রের আঁধার রজনী৷৷
ভয় পাও কীসের অন্বেষণে
পড়ে থাকো শুধু মনের কোণে
নেমে এসো সবে নবকেতনে
থাকো সূর্য হয়ে গগনপানে৷৷
দগ্ধ মৃত্যুকে স্নিগ্ধ করে তোলো
বিবেক বিতানে জাগো পিতা
মনের সৌরভে তুফান তোলো
জাগ্রত হও বিবেক চিতা।৷
কীসের তরে শুধু অশ্রু ঝরে
কেন শুধু বাসনা সোনা
দৃঢ়বলে কেন উঠবে না জেগে
কেন জাগবে না অন্তর বেদনা।৷
শুনতে পাচ্ছো না করুণ কোলাহল
কানে যাচ্ছে না ক্রন্দনরোল
দেখতে পাচ্ছো না মায়ের অশ্রুজল
নিতান্ত নিরালায় কেন হবে অচল।।
দেখো, দেখো ঝংকার জ্যোৎস্নারাত
দেখো মা-বোনের ইতিহাস
দেখো তোমার অঙ্গনে শিশুর কান্না
পড়ছে ওদের ব্যথা-দীর্ঘশ্বাস।।
ইজ্জত লুণ্ঠিত রক্ত জ্যোৎস্নালোকে
রৌদ্রে তপ্ত ওদের বেদনা
ষড়যন্ত্রের জালে বসুন্ধরা কম্পমান
জোট বাঁধো, দাও না প্রেরণা।।
পাতাল-বক্ষ-ভেদ করে এসো
তবে তো বাজবে বিচার ডঙ্কা
লুকোনো তরাসে তুমি একেলা
তাই দূর করো সব শঙ্কা৷৷
স্রোতের মাঝারে ঢেউ হয়ে ভাসো
দুর্যোগকে জয় করে এসো
মৃত্যুভয়কে করো ক্যামেলিয়া
জননী ডাকছে মাকে ভালোবাসো৷৷