দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-প্রাণ ও পৃথিবীর উৎস সন্ধানে

স্রোত

স্রোতের বাইরে থেকো না বন্ধু
স্রোত-স্রোতস্বিনীর মন্দাকিনী।
থেকো না তিমির-নিবিড় অবগুণ্ঠনে
হওয়া নক্ষত্রের আঁধার রজনী৷৷

ভয় পাও কীসের অন্বেষণে
পড়ে থাকো শুধু মনের কোণে
নেমে এসো সবে নবকেতনে
থাকো সূর্য হয়ে গগনপানে৷৷

দগ্ধ মৃত্যুকে স্নিগ্ধ করে তোলো
বিবেক বিতানে জাগো পিতা
মনের সৌরভে তুফান তোলো
জাগ্রত হও বিবেক চিতা।৷

কীসের তরে শুধু অশ্রু ঝরে
কেন শুধু বাসনা সোনা
দৃঢ়বলে কেন উঠবে না জেগে
কেন জাগবে না অন্তর বেদনা।৷

শুনতে পাচ্ছো না করুণ কোলাহল
কানে যাচ্ছে না ক্রন্দনরোল
দেখতে পাচ্ছো না মায়ের অশ্রুজল
নিতান্ত নিরালায় কেন হবে অচল।।

দেখো, দেখো ঝংকার জ্যোৎস্নারাত
দেখো মা-বোনের ইতিহাস
দেখো তোমার অঙ্গনে শিশুর কান্না
পড়ছে ওদের ব্যথা-দীর্ঘশ্বাস।।

ইজ্জত লুণ্ঠিত রক্ত জ্যোৎস্নালোকে
রৌদ্রে তপ্ত ওদের বেদনা
ষড়যন্ত্রের জালে বসুন্ধরা কম্পমান
জোট বাঁধো, দাও না প্রেরণা।।

পাতাল-বক্ষ-ভেদ করে এসো
তবে তো বাজবে বিচার ডঙ্কা
লুকোনো তরাসে তুমি একেলা
তাই দূর করো সব শঙ্কা৷৷

স্রোতের মাঝারে ঢেউ হয়ে ভাসো
দুর্যোগকে জয় করে এসো
মৃত্যুভয়কে করো ক্যামেলিয়া
জননী ডাকছে মাকে ভালোবাসো৷৷

Latest article