সংবাদদাতা, হুগলি: প্রতিবারেই দুর্গাপুজোয় ব্যতিক্রমী চমক দেয় চাঁপাতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এইবারেও তার অন্যথা হচ্ছে না। এবারে ৮২ তম বর্ষে তাদের ভাবনা ‘অন্দরমহল’। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে তৈরি হচ্ছে তাদের এই মণ্ডপ। টিন, টিনের বোতল, পিভিসি বোর্ড, কৌটো প্রভৃতি উপকরণের নিপুণ প্রয়োগে সজ্জিত হবে এই মণ্ডপ। তবে এই বছর দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করতে, ঝাড়গ্রামের মাদলও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
আরও পড়ুন-উৎসবেও দুর্গতদের পাশে থাকুন, বার্তা মুখ্যসচিবের
গত বছরও এই পূজা ‘বিশ্ববাংলা’ সম্মানে ভূষিত হয়েছিল এবং জেলা সেরা পূজার শিরোপা অর্জন করেছিল। এই বছর চাঁপাতলা সর্বজনীনের পূজার আনুমানিক বাজেট ১৮ থেকে ২০ লক্ষ টাকা। উদ্যোক্তারা জানান, এবারের মণ্ডপসজ্জা যেমন দৃষ্টিনন্দন হবে, তেমনি প্রতিমা সজ্জাতেও থাকছে চমক। সম্পূর্ণ দুর্গা-সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর প্রতিমা সোনার অলংকারে সজ্জিত থাকবে। চন্দননগর এবং কলকাতার কিছু পূজায় সোনার অলংকারে প্রতিমা সাজানোর প্রচলন থাকলেও, চুঁচুড়ায় এই প্রথমবার তারা এই অভিনব ভাবনাকে বাস্তবায়িত করতে চলেছে।