প্রতিবেদন : দক্ষিণবঙ্গ ভেসেছে ডিভিসির ছাড়া জলে। এবার উত্তর ডুবল নেপালের জলে। মঙ্গলবার ফের একবার বাংলায় ম্যান মেড বন্যা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে মনে করালেন এই পুজোর আবহতেও দিকে দিকে ত্রাণের কাজ করছে প্রশাসন। সদ্য শিলিগুড়িতে বন্যা নিয়ে রিভিউ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আজ মন্ত্রী সুজিত বোসের শ্রীভূমির পুজো প্রাঙ্গণে যান মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি পুজো উদ্বোধন করেননি। কারণ আগামী কাল মহালয়া। পিতৃপক্ষের অবসান হলে তিনি পুজো উদ্বোধন করবেন। তবে এখান থেকেই তিনি বীরপাড়া ও দুবরাজপুরে দুটি দমকল কেন্দ্রের উদ্বোধন করেন। সেইসঙ্গে দমকলের ৫০টি বিশেষ বাইকের সূচনাও করেন। যেখানে দমকলের বড় গাড়ি ঢুকতে পারে না সেখানে অগ্নিনির্বাপণে এই বাইক কাজ করবে। একইসঙ্গে মহিলা পুলিশ কর্মীদের দেওয়া হয় ই-সাইকেল। যেহেতু বিমানবন্দর অভিমুখে ভিআইপি রোডের উপর এই পুজো, লক্ষ মানুষের ভিড় হয় এখানে। মুখ্যমন্ত্রীর পরামর্শ, ট্রাফিক ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে পুজোর দিনগুলোতে। মানুষের যেন কোনও অসুবিধা না হয়। কেউ যেন বিমান ধরতে গিয়ে অসুবিধেয় না পড়েন। অনুষ্ঠানে ছিলেন, ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, কৃষ্ণা চক্রবর্তী, পার্থ ভৌমিক, ও নচিকেতা চক্রবর্তী।