মুখ্যমন্ত্রী কথা রাখলেন, চেক পেলেন ক্ষতিগ্রস্তরা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কথা দিয়ে কথা রাখার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার ঘোষণা করেছিলেন। মঙ্গলবারই অগ্নিকাণ্ডে ভস্মীভূত ও ক্ষতিগ্রস্ত শিলিগুড়ির বিধান মার্কেটের দোকান-মালিকদের হাতে তুলে দেওয়া হল ক্ষতিপূরণের চেক। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ঘোষণামতো মেয়র গৌতম দেব এদিন ৯টি ভস্মীভূত দোকানের জন্য মালিকদের হাতে ১ লক্ষ টাকার এবং ১৩টি ক্ষতিগ্রস্ত দোকানের জন্য মালিকদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান কর্মসূচিতে এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুর-কমিশনার, মেয়র পারিষদ বরো চেয়ারম্যান এবং কাউন্সিলরেরা। চেক প্রদানের পর আধিকারিক ও দোকান মালিকদের সঙ্গে একটি বৈঠক করেন মেয়র গৌতম দেব। বৈঠক শেষে মেয়র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন দোকানগুলি আবার তৈরি করে দেওয়া হবে। তাঁর নির্দেশমতো পুরসভার ইঞ্জিনিয়াররা মার্কেট এলাকা পরিদর্শন করে দোকানগুলি তৈরি করবেন। এছাড়াও এদিনের বৈঠকে পুরনিগমের তরফে একটি পরিকল্পনার বিষয়ে জানানো হয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনার মোকাবিলায় বিধানমার্কেট সংলগ্ন একটি জলাধার তৈরি করা হবে। এদিকে, ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা চেক পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন- মহালয়াতেই নেত্রীর কথায় ও সুরে পুজোর অ্যালবাম ‘অঞ্জলি’

Latest article