প্রতিবেদন : বুধবার আই লিগের তৃতীয় ডিভিশনের প্লে-অফে ডায়মন্ড হারবার এফসি-র সামনে কেইনাউ লাইব্রেরি অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। গ্রুপে ডায়মন্ড হারবারের মতো মণিপুরের দলটিও দুই ম্যাচ জিতে আই লিগ টু-এ ওঠার দৌড়ে এগিয়ে। ২ ম্যাচ খেলে দু’দলেরই পয়েন্ট ৬। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ দুপুর ৩টে থেকে। গ্রুপে প্রথম দুই ম্যাচ দাপটে জিতেছে ডায়মন্ড হারবার। বুধবারের ম্যাচ জিতেই আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করতে চায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। দুপুরে জবি জাস্টিনদের ম্যাচের আগে বুধ-সকালে ‘এ’ গ্রুপের আরও একটি ম্যাচ রয়েছে। এই ম্যাচে কার্বি মর্নিং স্টারের কাছে ডাউনটাউন হিরোজ হেরে গেলে মাঠে নামার আগেই আগামী মরশুমে আই লিগ টু-এ খেলার ছাড়পত্র পেয়ে যাবে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী কথা রাখলেন, চেক পেলেন ক্ষতিগ্রস্তরা
চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে কিবু ভিকুনার দল। কলকাতা লিগের পাশাপাশি আই লিগের তৃতীয় ডিভিশনেও ভাল খেলছে ডায়মন্ড হারবার। কিন্তু টানা ম্যাচ খেলতে হওয়ায় ক্লান্তিকেই ভয় পাচ্ছেন কোচ কিবু। তাই কয়েকজন ফুটবলারকে রোটেশন করে খেলাতে চাইছেন তিনি। সবার আগে বুধবারের ম্যাচ জিতে আই লিগ টু নিশ্চিত করাই লক্ষ্য দলের। তারপর গ্রুপ সেরা হয়ে আই লিগ থ্রি-র ফাইনাল খেলাই পাখির চোখ ডায়মন্ড হারবারের।
সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘প্রথম দিন থেকে আমাদের যে লক্ষ্য ছিল সেটা একই রয়েছে। আগে বুধবারের ম্যাচ জিতে আই লিগ টু খেলার ছাড়পত্র পেতে চাই আমরা। এরপর লক্ষ্য, আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হওয়া। তিনদিনের মধ্যে দুটো ম্যাচ খেলতে হচ্ছে। তবু ক্লান্তি ভুলে আমরা জয়ের ছন্দ ধরে রাখতে চাই।’’