প্রতিবেদন : এক দশক পরে জম্মু-কাশ্মীর উপত্যকার বিধানসভার ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ ভাবে শেষ হল বুধবার৷ প্রথম দফার মতো তৃতীয় তথা শেষ দফার ভোটেও মঙ্গলবার সারাদিন ব্যাপক উত্সাহ দেখা গিয়েছে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে৷ পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র রুখতে এদিন ছিল বহুস্তরীয় নিরাপত্তা-ব্যবস্থা। নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিকেল ৫টা পর্যন্ত উপত্যকার ৪০টি আসনে এদিন ভোট পড়েছে ৬৫ শতাংশের বেশি৷ সব থেকে বেশি ভোট পড়েছে উধমপুরে, ৭২.৯১ শতাংশ৷ বড় রকমের কোনও নাশকতার ঘটনা ছাড়াই এদিন শান্তিতেই শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব৷ ৮ অক্টোবর হরিয়ানার সঙ্গে জম্মু-কাশ্মীরেরও ভোটগণনা করা হবে, আগেই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ সেদিনই জানা যাবে বিজেপি নাকি কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট, শেষ হাসি কারা হাসছে৷
আরও পড়ুন-ধর্মনিরপেক্ষ ভারতে কোর্টের নির্দেশ সব ধর্মের মানুষের জন্য : সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, এবারের জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটে সব থেকে বড় ইস্যু ছিল জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ৷ ৩৭০ ধারা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে বিজেপি পরিচলিত কেন্দ্রীয় সরকার কেন জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছিল, এই বিষয়ে বারবারই তোপ এবং পাল্টা তোপ দেগেছে কংগ্রেস ও বিজেপি৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, রীতিমতো ষড়যন্ত্র করে জম্মু-কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছিল মোদি সরকার৷