দেবীপক্ষের সূচনাতেই শুরু মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন

মহালয়ের পূণ্যলগ্নে দেবীপক্ষের প্রথম দিন থেকেই পুরোদমে পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : মহালয়ের পূণ্যলগ্নে দেবীপক্ষের প্রথম দিন থেকেই পুরোদমে পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে এবার তিনি নিজে গিয়ে মোট ৫৩টি দুর্গাপুজোর উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে উত্তর কলকাতার বেশ কিছু পুজো এবারই নতুন যুক্ত হয়েছে।

আরও পড়ুন-কড়া নিরাপত্তায় জম্মু-কাশ্মীরে শেষদফার ভোট, ব্যাপক সাড়া

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ছ’টি পুজোর উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার বাবু বাগান, ৯৫ পল্লি, যোধপুর পার্ক ও চেতলা অগ্রণী। এছাড়াও মুখ্যমন্ত্রী সেলিমপুর পল্লির পুজোরও উদ্বোধন করবেন। দুপুরে দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ করবেন। এরপর হাতিবাগান সর্বজনীন থেকে পুজোর উদ্বোধন শুরু করবেন। যাবেন চেতলা অগ্রণীতে। ওই মঞ্চ থেকে বিভিন্ন জেলার ৩৫০টিরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ১৫টি পুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন হবে সেই দিন। যার মধ্যে বেহালা নতুন দল, বেহালার বরিশা-এর পাশাপাশি আলিপুর সার্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘের মতো পুজোগুলি রয়েছে। শুক্রবার মোট ১২টি পূজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভবানীপুর শীতলা মন্দির, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন ক্লাব, মুদিয়ালি, বাদামতলা আষার সংঘ, ত্রিধারার মতো ক্লাবগুলি। ৫ অক্টোবর মুখ্যমন্ত্রী মোট ১৬টি পুজোর উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে ৬৪ পল্লি, ২২ পল্লি, বকুলবাগান-সহ ভবানীপুর ও পদ্মপুকুর এলাকার একাধিক ক্লাব। ৬ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের কর্মসূচি শেষ করবেন মূলত আলিপুর বডিগার্ড লাইনস ও সুরুচি সংঘের পুজো দিয়ে।

Latest article