‘জাগোবাংলা’র উৎসব সংখ্য: রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়

Must read

পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের মাহেন্দ্রক্ষণে মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা প্রকাশ হল। এই প্রসঙ্গে ‘জাগোবাংলা’র সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায় জানান, এর যেমন রাজনৈতিক গুরুত্ব আছে তেমনি সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। আমাদের পত্রিকার সঙ্গে যে কোনওভাবে যুক্ত হন।‌ রাজ্যের দায়-দায়িত্ব সামলানোর পাশাপাশি সাহিত্য, সঙ্গীত, শিল্পে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আগ্রহ রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: জাগোবাংলার ‘উৎসব’ সংখ্যা: মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে ‘অঞ্জলি’র গান শোনালেন শিল্পীরা

প্রসঙ্গত, পুজোর আবহে বাঙালির গানের নস্টালজিয়া আজও চিরন্তন। এই দুই মিলে এবার দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে গান।
শোভনদেব বলেন, মুখ্যমন্ত্রী আমায় নতুন দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আশা করি ‘জাগো বাংলা’ আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সক্ষম হচ্ছে।

Latest article