প্রতিবেদন : অরাজনৈতিক মিছিলের নামে একের পর এক রাজনৈতিক মিছিল সমাবেশ। তাতেও খুব একটা লোক টানা যাচ্ছে না এখন আর। বাংলার মানুষ বুঝে গিয়েছে এ আসলে সিপিএমের শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার আগে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা। এবার সেই প্রচেষ্টায় ছাপা হল এমন এক মহিলার ছবি যিনি সিপিএমের কেউ নন। আসলে তিনি একজন আন্দোলনকারী। তাঁর অনুমতি ছাড়াই বইয়ের প্রচারের পোস্টারে ওই মেয়েটির ছবি ছাপা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর মুষ্টিবদ্ধ উত্তোলিত হাত।
আরও পড়ুন-সবুজ বাজি উৎপাদন ও বিক্রিতে গতি আনতে তৎপর প্রশাসন, মুখ্যসচিবের নেতৃত্বে শনিবার বৈঠক
মেয়েটির নাম নেহা চক্রবর্তী, যিনি নিজেই তাঁর ফেসবুকে লিখেছেন, আমি সিপিএম পার্টির সঙ্গে যুক্ত নই এটা পরিষ্কার করা দরকার প্রথমেই। সিপিএম তাদের প্রকাশনায় আমার ছবি দিয়েছে, দিতেই পারেন কারণ আন্দোলনের যেকোনও ছবি যে শুধু একান্তই আমার বলে আমি মনে করি না। কিন্তু, সিপিএমের লোকজন আমাকে আমার ছবির বিষয়ে একটুও অবগত করার প্রয়োজন বোধ করেননি। যে মিছিলের ছবি তাঁরা ব্যবহার করেছেন সেটাও সিপিএমের মিছিল ছিল না এটা জানা দরকার। ফলত আমার ও আমার পরিচিত, অপরিচিতদের বইয়ের প্রচ্ছদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে হঠাৎ চমকের মতো বিষয়টা হয়েছে। একে একে লোকজনদের বোঝাতে হচ্ছে যে যে আন্দোলন আমরা করি বা করছি দীর্ঘদিন ধরে, সেটায় কোনও পার্টির ব্যাক সাপোর্ট নেই। এটাও দেখার ছিল। সিপিএমের দৈনদশা এমন তলানিতে এসে ঠেকেছে যেখানে যেকোনও আন্দোলনকারীর অনুমতিবিহীন ছবি দিয়ে পোস্টার বানাতে হচ্ছে। এইসবই প্রমাণ করে তিলোত্তমার বিচার এখন গৌণ। সিপিএম এখন মরিয়া ভোটের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব ফেরাতে।