ভার্চুয়ালে জেলায় জেলায় ৪০০ পুজোর উদ্বোধন

Must read

প্রতিবেদন : দেবীপক্ষের সূচনায় আগমনির আবাহন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক দিনে চার শতাধিক পুজোর উদ্বোধন করলেন তিনি। ঢাকে কাঠি পড়ে গেল বাংলার দুর্গাপুজোর (Durga Puja)। শুরু হয়ে গেল উৎসব। শ্রীভূমির হাত ধরে মঙ্গলবার উৎসবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার শহর কলকাতা ও জেলার চার শতাধিক পুজোরও উদ্বোধন করলেন। বাঙালির প্রাণের উৎসবে মঙ্গলশঙ্খ বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রথমেই হাতিবাগান সার্বজনীনের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুজো (Durga Puja) তো বছরে একবারই আসে। আমরা যারা ধর্মকে মানি, তারা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব। রাজ্যের বন্যাপরিস্থিতিতে উৎসবেও অসহায় মানুষের পাশে থাকুন। যতটা সম্ভব সাহায্য করুন। আমাদের দলের কর্মীরাও যথাসাধ্য সাহায্য করছে। এরপর তিনি একে একে সেলিমপুর পল্লি, বাবুবাগান, ৯৫ পল্লি, যোধপুর পার্ক, চেতলা অগ্রণী-সহ একাধিক পুজোর উদ্বোধন করেন সশরীরে। তারপর ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন করেন। কলকাতার সঙ্গে টেক্কা দিয়ে এবার জেলাতেও মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেল দুর্গাপুজো।
হাওড়া সদর ও গ্রামীণ জেলার একাধিক পুজো মণ্ডপের এদিন ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আমতার ধাইপুর তরুণ সঙ্ঘের দুর্গাপুজোর মণ্ডপে ভার্চুয়াল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল। তিনি প্রদীপ প্রজ্বলন করেন। মহিলা পরিচালিত উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় পুজো প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করেন পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। ছিলেন বিধায়ক বিদেশ বসু, হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয়কুমার দে, পুজো কমিটির সম্পাদিকা কুহেলি বোস (ঘোষ) ও অন্য বিশিষ্টরা। হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুটি পুজো এবং চুঁচুড়া বিধানসভার তিনটি পুজোও ভার্চুয়ালি উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী। চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি, চুঁচুড়া চাঁপাতলা সার্বজনীন কমিটি ও সুগন্ধার পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ছিলেন বিধায়ক অসিত মজুমদার, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা প্রমুখ।

আরও পড়ুন-পুজোয় থাকুন দুর্গতদের পাশে : নেত্রী

Latest article