প্রতিবেদন: নিজের ‘ভগবান শ্রীরামচন্দ্র’-র উপরেই কি শেষ পর্যন্ত চটে গেলেন ‘হনুমান’? দিল্লির রাজনৈতিক অলিন্দে বারবারই ঘোরা ফেরা করছে এই প্রশ্ন৷ শুনতে অবাক লাগলেও এই ঘটনাই ঘটছে এনডিএ সরকারের অন্দরে, এমনই দাবি রাজনৈতিক সূত্রের৷ দ্বিতীয় মোদি সরকারের কার্যকালেই এলজেপি নেতা চিরাগ পাসোয়ান (Chirag Paswan) দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদি হচ্ছেন তাঁর ভগবান শ্রীরামচন্দ্র, আর তিনি হলেন ভক্ত হনুমান! এবার সেই ভগবানের উপরে এতটাই চটেছেন এলজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান (Chirag Paswan), যে প্রয়োজনে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর পদ ত্যাগ করে এনডিএ ছাড়তে প্রস্তুত বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন৷ চিরাগের ক্ষোভের মূলে আছে মোদি সরকারের সংরক্ষণ নীতি এবং সম্ভাব্য জাতিগত জনগণনার ভাবনা, এমনটাই দাবি সূত্রের৷ রাজনৈতিক কারণেই চিরাগ পাসোয়ান চাইছেন না যে জাতিগত জনগণনা করা হোক৷