প্রতিবেদন : বাংলার ১১টি জেলা বন্যা কবলিত হওয়ায় ভেবেছিলেন এবার পুজো উদ্বোধনের সংখ্যা কমবে। অথচ হয়েছে তার উল্টো। গত বছরের তুলনায় এবার অনেক বেশি অনুরোধ এসেছে উদ্বোধনের। আসলে বাংলার মানুষ যে মাকে বরণ করতে মুখিয়ে আছেন। নিজেই একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই কলকাতায় ১৬টি পুজোর উদ্বোধন করেছেন। উত্তর থেকে দক্ষিণ পরপর পুজো উদ্বোধন করে গিয়েছেন। আজ, শুক্রবার ফের পুজো উদ্বোধন রয়েছে কলকাতায়। সেইসঙ্গে ত্রিধারা সম্মিলনী থেকে জেলার ৪০০টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন।
আরও পড়ুন-আর্থিক সংকট এড়াতে দেড় লাখ সরকারি কর্মী ছাঁটাই পাকিস্তানে
বৃহস্পতিবার শুরুটা করেন টালা প্রত্যয়ের পুজো পুজো উদ্বোধন দিয়ে। সেখানেই মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য উচ্ছ্বসিত উৎসবের কামনা করলেন। একই সঙ্গে ফের জানিয়ে দিলেন, বাংলাই বিশ্বের সেরা। বাংলা যা পারে, আর কেউ তা পারে না। বৃষ্টি হলেও মাকে বাংলার মানুষের বরণে কোনও খামতি থাকবে না। সকলের মঙ্গল কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, উৎসব হোক উৎসারিত, উৎসব হোক উচ্ছ্বসিত। সেই সঙ্গে আশ্বস্ত করেন বৃষ্টিতে ভয়ের কোনও কারণ নেই, কিন্তু সজাগ থাকতে হবে। প্রতিবছরই মুখ্যমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধনের সংখ্যা বেড়েই চলেছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও এই চাহিদা প্রচুর। কাউকেই নিরাশ করতে চান না তিনি। তা সত্ত্বেও ব্যস্ততার মধ্যেও যতগুলি পারেন তা করতে থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মুখ্যমন্ত্রী পরামর্শ দিচ্ছেন, এবার ঠাকুর দেখতে বেরনোর সঙ্গে ছাতা-রেনকোট সঙ্গে রাখতে।