প্রতিবেদন : কলকাতা লিগের মতো আই লিগের তৃতীয় ডিভিশনেও অপ্রতিরোধ্য ডায়মন্ড হারবার এফসি। লিগের প্লে-অফে জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ শীর্ষে থেকে আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে গ্রুপ পর্বে চতুর্থ তথা শেষ ম্যাচটি খেলতে নামছে ডায়মন্ড হারবার। প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ এফসি। দিল্লির ক্লাবটি তিনটি ম্যাচ খেলে সব ক’টিতেই হেরেছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। ডাউনটাউনের বিরুদ্ধে যে ফলাফলই হোক, ডায়মন্ড হারবার শীর্ষস্থান হারাবে না। অপরাজিত থেকেই রবিবার আই লিগ থ্রি-র ফাইনাল খেলতে চায় কিবু ভিকুনার দল। রবিবার ৬ অক্টোবর ফাইনালে মিজোরামের চানমারি এফসি-র বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন-আজ কাপ অভিযানে হরমনপ্রীতের ভারত, শুভেচ্ছা জানালেন রোহিত-পন্থরা
পরপর ম্যাচ খেলতে হওয়ায় ফাইনাল মাথায় রেখে ডাউনটাউনের বিরুদ্ধে কয়েকজনকে বিশ্রাম দিতে পারেন ডায়মন্ড হারবার কোচ। গোলমেশিন নরহরি শ্রেষ্ঠা, গোলকিপার সুস্নাত মালিককে বিশ্রাম দেওয়া হতে পারে। গেম টাইম কম পাওয়া শানুদ, দীপ, উইলিয়ামসরা প্রথম একাদশে থাকতে পারেন।
ডুরান্ড কাপে মোহনবাগানের মতো বড় দলের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স করেছিল ডাউনটাউন। কিন্তু আই লিগে দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে দিল্লির ক্লাবটি। তবু প্রতিপক্ষকে সমীহ করছে ডায়মন্ড হারবার। দলের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘প্রথম ম্যাচে যে দর্শন নিয়ে খেলতে নেমেছিলাম, গ্রুপে চতুর্থ ম্যাচেও সেই একই মানসিকতা নিয়ে মাঠে নামব। প্রতিপক্ষ হিসেবে ডাউনটাউন হিরোজ কোনও পয়েন্ট না পেলেও তাদের প্রতি একইরকম শ্রদ্ধা, সম্মান থাকছে আমাদের। নিয়মরক্ষার ম্যাচ ভেবে আমরা মাঠে নামব না। বরং আমাদের কাছে এটা গ্রুপের চতুর্থ ম্যাচ।’’