প্রতিবেদন : রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জট কাটাতে সার্চ কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এই কমিটির সুপারিশ অনুযায়ী কীভাবে উপাচার্য নিয়োগ করা হবে সে বিষয়ে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবে আগামী ১৪ অক্টোবর। সুপ্রিম কোর্টের ৩ বিচারপতি সূর্যকান্ত দীপঙ্কর দত্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এমনটাই জানাল বৃহস্পতিবার।
আরও পড়ুন-অস্কার মঞ্চে লাপাতা লেডিজ
সর্বোচ্চ আদালত জানিয়েছিল, প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি প্রত্যেক বিশ্ববিদ্যালয় পিছু তিনজন উপাচার্যের নামের তালিকা তৈরি করে, মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। মুখ্যমন্ত্রী সেখান থেকে একজনের নাম বেছে নিয়ে আচার্যের কাছে পাঠাবে অনুমোদনের জন্য। যদি রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের মিল না হয় তাহলে সেই বিষয়টি ফের সুপ্রিম কোর্টে ফিরে আসবে মীমাংসার জন্য। এদিকে এই দাবির তীব্র বিরোধিতা করেন রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত। এই বিষয়টিকে মান্যতা দিয়ে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত জানান, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কীভাবে উপাচার্য নিয়োগ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ১৪ অক্টোবর।