ইরান-ইজরায়েল যুদ্ধ! অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়ছে বিশ্ববাজারে

Must read

ভয়ংকর যুদ্ধ বেঁধেছে মধ্যপ্রাচ্যে। প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম লাফিয়ে বাড়ছে বিশ্ববাজারে। গত ২৪ ঘণ্টায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় ৪ ডলার বেড়ে হয়েছে ৭৮ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লুটিআই ক্রুডের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি প্রায় ৭৪ ডলার।

পুজোর মুখে ভারতের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কাও করা হচ্ছে। ইজরায়েল-ইরান যুদ্ধের জেরে তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে। ফলে বৃদ্ধি পেতে পারে জ্বালানি তেলের দর। তবে বিশ্ববাজারে তেলের দাম এখনও পর্যন্ত যথেষ্ট রয়েছে। তবে এই পরিস্থিতিতে আচমকাই মার্কিন যুক্তরাষ্ট্র তেলের মজুত বাড়িয়েছে। এর ফলে মনে করা হচ্ছে অপরিশোধিত তেলের (Crude Oil) সরবরাহ বিঘ্নিত হতে পারে। এহেন পরিস্থিতিতে ভারত কী করবে সেতাই দেখার।

আরও পড়ুন- আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা! রেকর্ড সংখ্যায় ভিড়ের সম্ভাবনা

যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে আমেরিকায় জ্বালানি তেলের দামে। টেক কোম্পানি গুলির শেয়ারের দামও পড়ে গিয়েছে। পাশাপাশি ভারতের শেয়ার বাজারেই এই যুদ্ধের প্রভাব দেখা গিয়েছে। ৩০ সেপ্টেম্বর সেনসেক্স ১২৭২ পয়েন্ট পড়ে যায়। এরপর গতকাল ফের ১৮০০ পয়েন্টের কাছাকাছি পড়ে সেনসেক্স। এমনকী আজ, শুক্রবারও ৮০৮ পয়েন্ট কমে বন্ধ হয়েছে সেনসেক্স।

বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হল ইরান। এছাড়াও, তেল উৎপাদনকারী সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্যও এই দেশ। বিশ্বে যত পরিমাণ জ্বালানি তেল উৎপাদন হয় তার প্রায় ৪ শতাংশ জোগান দেয় ইরান। এখন এই দেশের সঙ্গে যুদ্ধের জেরে আগামিদিনে জ্বালানি তেলের দামের কী কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

 

Latest article