বাংলা জুড়ে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আজ কলকাতায় ২৫, জেলায় ৪০০

Must read

প্রতিবেদন : মহালয়ার পর থেকে টানা কলকাতা ও জেলার পুজো উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবারও কলকাতায় ২৫টি পুজোর উদ্বোধন রয়েছে তাঁর। এ ছাড়াও জেলার ৪০০ পুজোর উদ্বোধন করবেন ভার্চুয়ালি। এদিন প্রথমেই দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনের পুজোমণ্ডপে যান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই যা পরিচিত। তাঁর স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এই পুজো উদ্বোধন করলেন তিনি। সেইসঙ্গে হয়ে পড়লেন স্মৃতিমেদুর। বললেন, এখানে এলেই আমার অনেক স্মৃতি ভেসে আসে। আমার খারাপ লাগে দুঃখ লাগে। হৃদয়ের দুঃখ উপলব্ধি করি, সুব্রতদা নেই ভাবতে পারি না। যখন কলেজে রাজনীতি করতাম তখন প্রত্যেকদিন সকালবেলা সুব্রতদার বাড়ি আসতাম। ছাত্র রাজনীতির সেই দিন আমি কোনও দিন ভুলব না। তিনি এত ভাল মানুষ ছিলেন দুঃখের মধ্যেও সকলকে হাসিয়ে ছাড়তেন। এই ধরনের মানুষ চলে গেলে আর ফিরে আসে না। বেঁচে থাকাকালীন নবান্নে গিয়ে বসে থাকতেন। জিজ্ঞেস করতেন কবে এভারগ্রিনে আসব পুজোর সময়। আজ সবই আছে শুধু প্রাণের মানুষটা নেই। ন্যারেটিভ পাল্টানো আজকালকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা আমায় দেখবেন আমার গলা শুনতে পাবেন কিন্তু লোকটা আমি নই! তাই এখন খুব সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। ৬৬টি পল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা আজই তাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন- পুজোর শহরে থাকছে ব্যাপক পুলিশি ব্যবস্থা

Latest article