সংবাদদাতা, কোচবিহার : বিজেপির পঞ্চায়েতে ধস অব্যাহত। বিজেপি ছেড়ে সদস্যরা যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে (TMC)। শুক্রবার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য সবিতা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। তাঁর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সবিতা বর্মন বলেন, বিজেপি দলে থেকে গ্রামের উন্নয়নের সম্ভব হচ্ছে না বুঝেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, গতমাসেই কিশামত দশ গ্রাম অঞ্চলের বহু যুবক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মন্ত্রী উদয়ন গুহ তাঁদের দলীয় পতাকা তুলে দিয়েছেন। আগামী দিনে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁদের দলীয় কাজে লাগানো হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। একইভাবে টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের ৩২টি বিজেপি সমর্থক পরিবার তৃণমূলে (বিজেপির পঞ্চায়েতে ধস অব্যাহত। বিজেপি ছেড়ে সদস্যরা যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে (TMC)। শুক্রবার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের ) যোগ দিয়েছেন। এভাবেই কোচবিহারে একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতেই একের পর এক বিজেপির পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এভাবে পঞ্চায়েত হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই চাপের মুখে রাজ্য বিজেপি। সমন্বয়ের অভাবের ফলেই দল ভাঙছে তা বুঝতে পেরেই বিজেপির রাজ্য নেতৃত্বরা মুখে কুলুপ এঁটেছেন। এই প্রসঙ্গে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিজেপি দলে আর কেউ থাকতে চাইছে না। বাংলা থেকে এই দল যে এবার মুছে যাবে তা কেবল সময়ের অপেক্ষা।