বন্যা ত্রাণে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দিলেন গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা

Must read

সংবাদদাতা, হুগলি: মানবিকতার নজির গড়ল গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে পুলিশের হাতে তুলে দিল এই স্কুলের ছাত্রীরা। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এর মধ্যে রয়েছে হুগলির আরামবাগের খানাকুল, গোঘাট-সহ বিভিন্ন এলাকা। এই বন্যা কবলিত এলাকায় বহু মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবার তাঁদের সাহায্য করতেই হাত বাড়িয়ে দিল গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। হুগলি জেলা পুলিশ সুপার কামনাশিস সেনকে এ বিষয়ে ছাত্রীরা আবেদন করে। পুলিশ সুপার তাদের আবেদনের সাড়া দিতেই, স্কুলের সকল ছাত্রীরা নিজেদের টিফিনের জমানো টাকার লক্ষ্মীর ভাণ্ডারটি তুলে দেন গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সুব্রত দাসের হাতে। ছাত্রীরা চায় তাদের এই সঞ্চিত অর্থ দিয়ে কিছু মানুষকে ত্রাণ দেওয়া হোক।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, মানুষের পাশে দাঁড়াল দল

Latest article