সংবাদদাতা, মালদহ : ভারতের উচ্চশিক্ষার মানচিত্রে প্রথম শ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করল মালদহের কালিয়াচক কলেজ। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ন্যাক) ভারত সরকারের একটি সংস্থা, যা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর মূল্যায়ন করে গ্রেড প্রদান করে। এই সংস্থার মাধ্যমে কালিয়াচক কলেজ জেলা মালদহে প্রথম কলেজ, যা তৃতীয়বারের মতো মূল্যায়ন হল এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কলেজগুলির মধ্যে প্রথম কলেজস যা এ গ্রেড লাভ করেছে।
আরও পড়ুন-ছাত্রীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা কৃষ্ণনগর পুরসভার
ন্যাকের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সিলেবাস, পঠনপাঠন, রেজাল্ট, শিক্ষক-শিক্ষিকাদের গবেষণাকর্ম, গবেষণাপত্র প্রকাশ, ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং, চাকুরিতে তাদের অবস্থান, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সাফল্য এবং এনসিসি, এনএসএস-এর মাধ্যমে তাদের সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ, কলেজের পরিকাঠামো, লাইব্রেরির উন্নতি, আধুনিক বা নতুন তথ্যপ্রযুক্তির শিক্ষাক্ষেত্রে প্রয়োগ, অভিনব পদ্ধতিতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালন, সর্বোপরি অধ্যক্ষ বা প্রিন্সিপালের দক্ষতা, সরকারি শিক্ষাবিভাগ, বিশ্ববিদ্যালয়, স্থানীয় সহযোগিতা প্রভৃতি বিষয়কে মূল্যায়নের আওতায় রাখা হয়। এবছর মার্চের ২৮ তারিখে সেলফ স্টাডি রিপোর্ট সাবমিট করা হয়েছিল। সেপ্টেম্বরের ২৫ ও ২৬ তারিখ ন্যাকের তিনজন, মানে তিন রাজ্যের শিক্ষাবিশেষজ্ঞ দুদিন ধরে পরিদর্শন করেন। ৪ অক্টোবর কালিয়াচক কলেজকে ‘এ’ গ্রেড কলেজ হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডঃ নাজিবর রহমান এই সম্মানপ্রাপ্তিতে কলেজের আইকিউএসি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, গভর্নিং বডি, ডিপিআই, গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় সকলকে ধন্যবাদ জানান।