প্রতিবেদন: শুক্রবার ছত্তিশগড়ের বস্তারে যৌথ বাহিনীর গুলিতে খতম হল ৩০ মাওবাদী। রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায় ৩০ মাওবাদীর দেহ। উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। সাম্প্রতিককালে এতবড় মাওবাদী বিরোধী অভিযান এই প্রথম। পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন-বাঁশদ্রোণী-কাণ্ডে পুলিশের জালে পে-লোডার চালক ও মালিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার ১টা নাগাদ অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। নারায়ণপুর ও দান্তেওয়াড়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয় ওই এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় যৌথ বাহিনী। রুদ্ধশ্বাস অপারেশন চালান জওয়ানরা। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ৩০ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত মাওবাদী সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর ও প্রচুর পরিমাণ বিস্ফোরক। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, মাওবাদীদের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করার পর চলতি বছরে এখনও পর্যন্ত ১৮৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৭টি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে। তবে শুক্রবারের যৌথবাহিনীর সফল অভিযান নিঃসন্দেহে মনোবল বাড়াবে স্থানীয় মানুষের।