‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আসুক কাজের বন্যা
ভবিষ্যৎ প্রজন্মের পথ চেয়ে
সময় নষ্ট আর না করে
এসো গড়ি, সবে হাতে হাত ধরে
সামনে নয়া তুফান,
তাই গড়তে নূতন প্রাণ—
ঐকতানের ছন্দগানে
প্রাণ ভরে যাক নূতন দানে
সুর চলে যাক সুর-বিতানে
সুরভিত হোক জগৎ
জাগাও ‘যত মত তত পথ।’
শপথ নেবার সময় হয়েছে
পথ চলা আজ অনেক বাকি,
গড়তে যদি হয় এ মাটি খাঁটি
সবে এসো এক হই
হাসিমুখে এসে সব কাজ মোরা মাথায় পেতে লই।
প্রাণে যা আছে, আসুক বেরিয়ে
স্বর্গ-মর্ত্য পাতাল পেরিয়ে
ঝরনার মতো বিঘ্ন এড়িয়ে,
নদীর গতি যাক সাগরে মিলিয়ে
দুর্বলতা যাক সব মুছে ধুয়ে
আসুক কাজের বন্যা
নূতন প্রজন্মকে স্বাগত জানাতে
সবাই রয়েছে অপলক চোখে
বাঁধ ভেঙে দাও কন্যা
এসো গাড়ি যৌবনের বন্যা।
কাজের পরিবেশ ফেরাতে গেলে
চলো ধরি হাল সবাই মিলে
ব্যক্তিস্বার্থকে জলাঞ্জলি দিয়ে
সমাজের স্বার্থে ভরসা জোগাতে
অঞ্জলি দাও নূতন প্রভাতে।
ভয়কে করে বরাভয়, করগো নূতন জয়
হয়ে গেছে আজ অনেক ক্ষয়
তাই দেরি নয়, আর দেরি নয়—
প্রাণচাঞ্চল্যের আসুক জোয়ার
রুদ্ধ নয়, খোলো খোলো সবে দ্বার।